ড. আবদুল্লাহ মুহাম্মাদ
ড. আবদুল্লাহ মুহাম্মাদ মিশরের প্রখ্যাত শিশুবিষয়ক গবেষক। মিশর-সহ সমগ্র আরবে তিনি সমাদৃত ও বরিত ব্যক্তিত্ব। সমগ্র আরবে তার লেখার ব্যাপক চাহিদা রয়েছে। তিনি তার লেখায় আধুনিকতার মিশেলে ইসলামি ভাবধারা ফুটিয়ে তোলেন। লেখেন ঝরঝরে ভাষায়। বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়বস্তুকে জীবন্ত করে তোলেন। শিশুবিষয়ক বিভিন্ন সভা-সেমিনারে তার বক্তব্য শোনার জন্য দর্শকশ্রোতা উপচে পড়ে । শিশুবিষয়ে তার লেখা তার বক্তব্যকেও ছাপিয়ে গিয়েছে। শিশুবিষয়ক তার রচনার সংখ্যা প্রায় ৫০টি। শিশুদের সভ্য ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সেই আশির দশক থেকে তিনি শিশুদের নিয়ে অনবরত লিখে চলেছেন । শিশুদের প্রতিটি বিষয় অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। কখন শিশুদের সঙ্গে কেমন আচরণ করা উচিত বিষয়টি তার লেখায় মূর্ত হয়ে উঠেছে। তার লেখায় কুরআন ও হাদিসের বাণী যেমন শোভা পায়, তেমনই শোভা পায় সাহাবি, তাবেয়ি-সহ অপরাপর মহান ব্যক্তিগণের উক্তি। শুধু মুসলিম ব্যক্তিত্বদের কথা ও উদ্ধৃতির মধ্যেই তার লেখা সীমাবদ্ধ থাকেনি বরং মুসলিম-অমুসলিম- নির্বিশেষে গ্রহণযোগ্য সবার বক্তব্যই তিনি তার লেখায় স্থান দিয়েছেন ।
7 books available






