
আসহাবে মুহাম্মাদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম)
Related Products
দেড় হাজার বছর আগে আমাদের পৃথিবীতে একদল মানুষ ছিলেন, যাদের সাথে রয়েছে আমাদের আত্মার গভীর সম্পর্ক। যাদের জীবনাদর্শই আমাদের দর্শন, যাদের গন্তব্যই আমাদের গন্তব্য। তারা হলেন রাসুলে আরাবির প্রিয় সাহাবায়ে কেরাম। রূপকথার কোনো গল্প নয়, তবু দেড় হাজার বছর আগেকার মানুষদের সাথে আমাদের হৃদয়ের যে বন্ধন—তাতে রয়েছে ঐশ্বরিক এক ভালোবাসার সম্পর্ক। দ্বীনের জন্য তাদের ত্যাগ ও সাধনা—যা তাদের জীবনকে করেছে মহিমান্বিত, আর আমাদের পথচলাকে করেছে গৌরবময়! এসব স্রেফ কোনো গল্পে লেখা ইতিহাস নয়, কলজেছেঁচা একেকটি আখ্যান। সেইসব আখ্যান ও মানুষদের জীবনের গল্প নিয়ে হাজির হয়েছেন মাওলানা মাহবুবুর রহমান ‘আসহাবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ শিরোনামে। পাঁচজন বিখ্যাত সাহাবির জীবনের অধ্যায় আমাদের গল্পের আলোচ্য বিষয়! প্রথমেই রয়েছে ফকিহ সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি.-এর জীবনের গল্পভাষ্য। ‘সে এক রাখাল ছেলে। মক্বায় থাকে। কিন্তু মক্কার ঘটনাপ্রবাহ সম্পর্কে সে একদম বেখবর। কারন প্রতিদিন খুব সকালে উঠে ছাগল আর মেষের পাল নিয়ে সে দূর পাহাড়ে চলে যায়; তারপর সন্ধ্যা নামার পর ফিরে আসে। তাই মক্কা নগরীতে মানব-ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে সূচনা হয়ে গেছে, সে সম্পর্কে এই রাখাল বালক ছিল সম্পুর্ণ উদাসীন।’ এভাবে শুরু হওয়া গল্পটার পরের অংশ আমরা অনেকেই জানি! এই বালকের পাশ দিয়েই মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতে যাচ্ছেন নবিজি ও তার প্রিয় বন্ধ আবু বকর রাজি.। পথিমধ্যে পিপাসা পেলে তার ছাগলের দুধ পান করা এবং একটি অলৌকিক ঘটনা সেই বালকের মনে গভীর প্রভাব ফেলে। এ ঘটনা তাকে একসময় নবিজির কাছাকাছি নিয়ে যায়! আর তিনি হয়ে ওঠেন ভুবনবিখ্যাত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম ফিকহের ইতিহাসে, হাদিসের ভাষ্যে চিরভাস্বর! বাকি গল্পটুকু পাঠকের জন্য বইয়ে তোলা আছে! দ্বিতীয় গল্পে আছেন বায়তুল্লাহর অমর শহিদ হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের! তাঁর গল্প আমরা প্রায় সবাই জানি। ইতিহাসের এই মর্মন্তুদ গল্প আবারও নতুন মোড়কে আপনাদের সামনে থাকল। তৃতীয় ও চতুর্থ গল্পে যথাক্রমে ইত্তেবায়ে সুন্নাহর বিস্ময়কর নমুনা হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাজি. ও তরজুমানুল কুরআন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি.— এদের জীবনের গল্প। পঞ্চম ও শেষগল্পে আছেন হাদিসে নববির সর্বপ্রথম সংকল হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাজি.। এইসব নক্ষত্রদের গল্প আমাদের জীবনের পথ ও পথের দর্শন। তাদের গন্তব্যে গিয়ে মিশে গেছে আমাদেরও গন্তব্য। নবিজির স্নেহধন্য এই পাঁচজন আলোকিত মানুষের জীবনের গল্পে আপনাকে স্বাগত।
দেড় হাজার বছর আগে আমাদের পৃথিবীতে একদল মানুষ ছিলেন, যাদের সাথে রয়েছে আমাদের আত্মার গভীর সম্পর্ক। যাদের জীবনাদর্শই আমাদের দর্শন, যাদের গন্তব্যই আমাদের গন্তব্য। তারা হলেন রাসুলে আরাবির প্রিয় সাহাবায়ে কেরাম। রূপকথার কোনো গল্প নয়, তবু দেড় হাজার বছর আগেকার মানুষদের সাথে আমাদের হৃদয়ের যে বন্ধন—তাতে রয়েছে ঐশ্বরিক এক ভালোবাসার সম্পর্ক। দ্বীনের জন্য তাদের ত্যাগ ও সাধনা—যা তাদের জীবনকে করেছে মহিমান্বিত, আর আমাদের পথচলাকে করেছে গৌরবময়! এসব স্রেফ কোনো গল্পে লেখা ইতিহাস নয়, কলজেছেঁচা একেকটি আখ্যান। সেইসব আখ্যান ও মানুষদের জীবনের গল্প নিয়ে হাজির হয়েছেন মাওলানা মাহবুবুর রহমান ‘আসহাবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ শিরোনামে। পাঁচজন বিখ্যাত সাহাবির জীবনের অধ্যায় আমাদের গল্পের আলোচ্য বিষয়! প্রথমেই রয়েছে ফকিহ সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি.-এর জীবনের গল্পভাষ্য। ‘সে এক রাখাল ছেলে। মক্বায় থাকে। কিন্তু মক্কার ঘটনাপ্রবাহ সম্পর্কে সে একদম বেখবর। কারন প্রতিদিন খুব সকালে উঠে ছাগল আর মেষের পাল নিয়ে সে দূর পাহাড়ে চলে যায়; তারপর সন্ধ্যা নামার পর ফিরে আসে। তাই মক্কা নগরীতে মানব-ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে সূচনা হয়ে গেছে, সে সম্পর্কে এই রাখাল বালক ছিল সম্পুর্ণ উদাসীন।’ এভাবে শুরু হওয়া গল্পটার পরের অংশ আমরা অনেকেই জানি! এই বালকের পাশ দিয়েই মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতে যাচ্ছেন নবিজি ও তার প্রিয় বন্ধ আবু বকর রাজি.। পথিমধ্যে পিপাসা পেলে তার ছাগলের দুধ পান করা এবং একটি অলৌকিক ঘটনা সেই বালকের মনে গভীর প্রভাব ফেলে। এ ঘটনা তাকে একসময় নবিজির কাছাকাছি নিয়ে যায়! আর তিনি হয়ে ওঠেন ভুবনবিখ্যাত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম ফিকহের ইতিহাসে, হাদিসের ভাষ্যে চিরভাস্বর! বাকি গল্পটুকু পাঠকের জন্য বইয়ে তোলা আছে! দ্বিতীয় গল্পে আছেন বায়তুল্লাহর অমর শহিদ হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের! তাঁর গল্প আমরা প্রায় সবাই জানি। ইতিহাসের এই মর্মন্তুদ গল্প আবারও নতুন মোড়কে আপনাদের সামনে থাকল। তৃতীয় ও চতুর্থ গল্পে যথাক্রমে ইত্তেবায়ে সুন্নাহর বিস্ময়কর নমুনা হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাজি. ও তরজুমানুল কুরআন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি.— এদের জীবনের গল্প। পঞ্চম ও শেষগল্পে আছেন হাদিসে নববির সর্বপ্রথম সংকল হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাজি.। এইসব নক্ষত্রদের গল্প আমাদের জীবনের পথ ও পথের দর্শন। তাদের গন্তব্যে গিয়ে মিশে গেছে আমাদেরও গন্তব্য। নবিজির স্নেহধন্য এই পাঁচজন আলোকিত মানুষের জীবনের গল্পে আপনাকে স্বাগত।









