
শাশ্বত চেতনার ক্যানভাস (হার্ডকভার)
Related Products

আবদুল্লাহ ইবনু জুবায়ের রা. (হার্ডকভার)
ড. আলী মুহাম্মদ সাল্লাবি

ইমাম আবু হামিদ গাজালি রাহ. (হার্ডকভার)
ড. আলী মুহাম্মদ সাল্লাবি

ইসলাম আপনাকে যেভাবে দেখতে চায় (পেপারব্যাক)
ড. ইউসুফ আল কারজাভি
[একজন আদর্শ মুসলিমের পূর্ণাঙ্গ রূপ]

ইসলামি চেতনা (হার্ডকভার)
ড. ইউসুফ আল কারজাভি
[বয়ঃসন্ধি থেকে প্রৌঢ়ত্ব পর্য়ন্ত ইসলামের রূপ]
স্মৃতি ও চেতনা এবং যা আজ ইতিহাস, তার গর্ভে ইসলামের শাশ্বত সংগ্রাম, কল্যাণ ও মুক্তিকামিতার জন্য পূর্বসূরিদের যে ত্যাগ—তার কত গল্প যে আমাদের অজানা, সেসবের হিসেব কি কেউ রেখেছে কোনো দিন! ইতিহাস ভুলে যেতে যেতে আমরা ভুলে গিয়েছি আজাদির স্বপ্ন, চেতনা ও সংগ্রামের অনেক কথকতা। সেই খেদ ও প্রয়োজনীয়তা থেকেই হারিয়ে যাওয়া কিছু গল্পকে অন্যরকম এক গদ্যের বিভূতি দিয়ে আপনার দোরগোড়ায় হাজির হয়েছে ‘শাশ্বত চেতনার ক্যানভাস’। বইটিকে তিনটি শিরোনামে ভাগ করে প্রথমে জীবনস্মৃতি অধ্যায়ে এমন দশজন মনীষার জীবন আঁকা হয়েছে, যাদেরকে পৃথিবী মনে রেখেছে কিংবদন্তির মতো। লেখক কৈশোরে বেড়ে ওঠার সময়ে যেসব বটবৃক্ষের স্নেহধন্য হয়েছিলেন, ছায়া পেয়েছেন—তাদেরকে তিনি এখানে এক স্নিগ্ধ গদ্য দ্বারা এঁকেছেন হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে। আবার তিনি উপমহাদেশের এমনসব মহিরুহের কথাও লিখেছেন, যাদের ত্যাগ ও সংগ্রাম, লেখনী ও চিন্তা তাঁর হৃদয়কে আলোকিত করে রেখেছিল। কে নেই এখানে! রয়েছেন আমাদের প্রিয় একান্ত খতিব উবায়দুল হক, মুহিউদ্দিন খান, বিশ্বখ্যাত সিরাত গবেষক ড. হামিদুল্লাহ, ডাহুকের কবি ফররুখ আহমদসহ আরও অনেকে। যেসব মনীষা তাদের প্রতিভা, জীবন ও শ্রম দিয়ে নির্মাণ করে গিয়েছিলেন আমাদের ইতিহাস। দ্বিতীয় যে অধ্যায়—ইতিহাস প্রতিরোধ অতন্দ্রা; সে যেন এক স্বাধীনতা ও আজাদির রক্তমাখা উপাখ্যান। স্বাধীনতাকে স্রষ্ট্রার নিয়ামত হিসেবে আলাপ শুরু করে একপলক সবাইকে ঘুরিয়ে নিয়ে আসছেন ভারত উপমহাদেশের ইতিহাস ও স্বাধীনতার শুরু থেকে। কখনো বালাকোট হয়ে মতিঝিল, কখনো দেওবন্দ হয়ে আরাকান; আবার কখনো বা দেশের অভ্যন্তরিন যে ইতিহাস এবং এর ফাঁক-ফোকর—তাকে প্রতিতুলনা করে, বিশুদ্ধ চেতনার স্পষ্ট পরিভাষা দ্বারা পাঠককে একীভূত করে দিচ্ছেন বিশ্বাসের এক মখমল সত্যের সাথে। আমাদের শাশ্বত চেতনার সামগ্রিক যে দিনকাল, বইটির পাঠে পাঠে তার দেখা মিলবে জরুর। এবং তৃতীয় অধ্যায়ে স্বাধীনতার শেকড় শিরোনামে অন্যরকম চারটি গদ্যে লেখক তুলে ধরেছেন ব্রিটিশ শাসনের সময়ে আমাদের আজাদির গল্পগুলোর ছোট্ট এক খসড়া। যেখানে স্বাধীনতা সংগ্রামে একটি ফতোয়ার ভূমিকা থেকে শুরু হয়ে উঠে এসেছে ইতিহাসের রক্তমাখা এক আখ্যানসহ অন্যান্য অনেক উপাখ্যান। বিপ্লব, সংগ্রাম ও ত্যাগের পথে আমাদের মনীষীদের যে জীবন, তা আঁকা হয়েছে বড় নিপুণভাবে আর হৃদয়ের দগ্ধতায়। ইতিহাস-বেখবর একটি জাতির ঘুম ভাঙানোর জন্য লেখকের যে কসরত, তার দেখা মিলবে বইটির পাঠে পাঠে। অন্যদিকে শরীফ মুহাম্মদের নিজস্ব যে গদ্যভুবন—পরিচিত পাঠকমাত্রই জানেন সে কথা; কিন্তু খোদ লেখক যখন কেবল গদ্যসৌন্দর্যের জন্যই কিছু লেখেন, তখন সেটা অন্য সব কিছু ছাপিয়ে হয়ে উঠে ক্লাসিকসম্ভবা। মোদ্দাকথা ‘শাশ্বত চেতনার ক্যানভাস’ একমুঠো শিউলি ফুলের গন্ধমাখা গদ্য। একদল শাশ্বত মনীষীর জীবন ও চেতনার সংগ্রাম নিয়ে এমন কিছু কথকতা, যা কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমাদের কারুরই। শতাব্দীব্যাপী ছিলো যে আজাদির সংগ্রাম, তারই মুঠো মুঠো গল্প এক হৃদয়গ্রাহী গদ্য দ্বারা শাশ্বত চেতনায় বয়ান করা হয়েছে। এই বই পড়তে নিয়ে আবারও যেন আমরা মুখোমুখি হই─সেই সময়ের, সেই ইতিহাসের, সেই সংগ্রামের, সেই আজাদির। শাশ্বত চেতনায় বেড়ে উঠতে মূল্যবান এই বইটি আপনার নিত্যপাঠ হোক।
স্মৃতি ও চেতনা এবং যা আজ ইতিহাস, তার গর্ভে ইসলামের শাশ্বত সংগ্রাম, কল্যাণ ও মুক্তিকামিতার জন্য পূর্বসূরিদের যে ত্যাগ—তার কত গল্প যে আমাদের অজানা, সেসবের হিসেব কি কেউ রেখেছে কোনো দিন! ইতিহাস ভুলে যেতে যেতে আমরা ভুলে গিয়েছি আজাদির স্বপ্ন, চেতনা ও সংগ্রামের অনেক কথকতা। সেই খেদ ও প্রয়োজনীয়তা থেকেই হারিয়ে যাওয়া কিছু গল্পকে অন্যরকম এক গদ্যের বিভূতি দিয়ে আপনার দোরগোড়ায় হাজির হয়েছে ‘শাশ্বত চেতনার ক্যানভাস’। বইটিকে তিনটি শিরোনামে ভাগ করে প্রথমে জীবনস্মৃতি অধ্যায়ে এমন দশজন মনীষার জীবন আঁকা হয়েছে, যাদেরকে পৃথিবী মনে রেখেছে কিংবদন্তির মতো। লেখক কৈশোরে বেড়ে ওঠার সময়ে যেসব বটবৃক্ষের স্নেহধন্য হয়েছিলেন, ছায়া পেয়েছেন—তাদেরকে তিনি এখানে এক স্নিগ্ধ গদ্য দ্বারা এঁকেছেন হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে। আবার তিনি উপমহাদেশের এমনসব মহিরুহের কথাও লিখেছেন, যাদের ত্যাগ ও সংগ্রাম, লেখনী ও চিন্তা তাঁর হৃদয়কে আলোকিত করে রেখেছিল। কে নেই এখানে! রয়েছেন আমাদের প্রিয় একান্ত খতিব উবায়দুল হক, মুহিউদ্দিন খান, বিশ্বখ্যাত সিরাত গবেষক ড. হামিদুল্লাহ, ডাহুকের কবি ফররুখ আহমদসহ আরও অনেকে। যেসব মনীষা তাদের প্রতিভা, জীবন ও শ্রম দিয়ে নির্মাণ করে গিয়েছিলেন আমাদের ইতিহাস। দ্বিতীয় যে অধ্যায়—ইতিহাস প্রতিরোধ অতন্দ্রা; সে যেন এক স্বাধীনতা ও আজাদির রক্তমাখা উপাখ্যান। স্বাধীনতাকে স্রষ্ট্রার নিয়ামত হিসেবে আলাপ শুরু করে একপলক সবাইকে ঘুরিয়ে নিয়ে আসছেন ভারত উপমহাদেশের ইতিহাস ও স্বাধীনতার শুরু থেকে। কখনো বালাকোট হয়ে মতিঝিল, কখনো দেওবন্দ হয়ে আরাকান; আবার কখনো বা দেশের অভ্যন্তরিন যে ইতিহাস এবং এর ফাঁক-ফোকর—তাকে প্রতিতুলনা করে, বিশুদ্ধ চেতনার স্পষ্ট পরিভাষা দ্বারা পাঠককে একীভূত করে দিচ্ছেন বিশ্বাসের এক মখমল সত্যের সাথে। আমাদের শাশ্বত চেতনার সামগ্রিক যে দিনকাল, বইটির পাঠে পাঠে তার দেখা মিলবে জরুর। এবং তৃতীয় অধ্যায়ে স্বাধীনতার শেকড় শিরোনামে অন্যরকম চারটি গদ্যে লেখক তুলে ধরেছেন ব্রিটিশ শাসনের সময়ে আমাদের আজাদির গল্পগুলোর ছোট্ট এক খসড়া। যেখানে স্বাধীনতা সংগ্রামে একটি ফতোয়ার ভূমিকা থেকে শুরু হয়ে উঠে এসেছে ইতিহাসের রক্তমাখা এক আখ্যানসহ অন্যান্য অনেক উপাখ্যান। বিপ্লব, সংগ্রাম ও ত্যাগের পথে আমাদের মনীষীদের যে জীবন, তা আঁকা হয়েছে বড় নিপুণভাবে আর হৃদয়ের দগ্ধতায়। ইতিহাস-বেখবর একটি জাতির ঘুম ভাঙানোর জন্য লেখকের যে কসরত, তার দেখা মিলবে বইটির পাঠে পাঠে। অন্যদিকে শরীফ মুহাম্মদের নিজস্ব যে গদ্যভুবন—পরিচিত পাঠকমাত্রই জানেন সে কথা; কিন্তু খোদ লেখক যখন কেবল গদ্যসৌন্দর্যের জন্যই কিছু লেখেন, তখন সেটা অন্য সব কিছু ছাপিয়ে হয়ে উঠে ক্লাসিকসম্ভবা। মোদ্দাকথা ‘শাশ্বত চেতনার ক্যানভাস’ একমুঠো শিউলি ফুলের গন্ধমাখা গদ্য। একদল শাশ্বত মনীষীর জীবন ও চেতনার সংগ্রাম নিয়ে এমন কিছু কথকতা, যা কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমাদের কারুরই। শতাব্দীব্যাপী ছিলো যে আজাদির সংগ্রাম, তারই মুঠো মুঠো গল্প এক হৃদয়গ্রাহী গদ্য দ্বারা শাশ্বত চেতনায় বয়ান করা হয়েছে। এই বই পড়তে নিয়ে আবারও যেন আমরা মুখোমুখি হই─সেই সময়ের, সেই ইতিহাসের, সেই সংগ্রামের, সেই আজাদির। শাশ্বত চেতনায় বেড়ে উঠতে মূল্যবান এই বইটি আপনার নিত্যপাঠ হোক।





