
নবিজি: যার আদর্শে বিমোহিত পৃথিবী (হার্ডকভার)
Related Products
উসওয়াতুল লিল আলামিন’—‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ আরবিতে ‘আলম’ মানে শুধু পৃথিবী বা আমাদের চেনাজানা অষ্ট-রকম জগৎ নয়; এর অর্থ, আমরা যা ভাবতে পারি বা বোধে কুলোতে পারি, তারও হাজার-সীমানা-ছাড়ানো সর্বব্যাপ্তময় এক জগৎ। এ আলম শব্দটির বহুবচন ‘আলামিন’। . ‘উসওয়া’ মানে আদর্শ—উসওয়া মানে জীবনদর্শন, উসওয়া মানে জীবনের ধারা। ‘উসওয়াতুল লিল আলামিন’মানে সমূহ জগতের আদর্শ। আমাদের নবি ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, আমরা যাদের আমাদের ভাবি না, তিনি তাদেরও নবি, তাদেরও উসওয়া। ইসলাম তাঁর আনীত ধর্ম; যে মানুষ ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সে কাফিরেরও নবি তিনি। তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম—সারাটা জীবনময়—কতটা তাদের তিনি! জীবনের ভোর থেকে জীবনের ঘোর—সবখানে ছড়িয়ে আছে তাঁর আদর্শের বাতাস। এ বাতাসে নিশ্বাস না নিলে আমরা মরে যাব; জীবনে সব পাব, শুধু জীবন খুঁজে পাব না। জীবন্মৃত সে জীবন, জীবন নয়—ভুল ছকে বাঁধা এক করুণতম আয়ু। সে আয়ুতে হাজার মিছের ছল, প্ররোচনার প্রাকারপিষ্ট পীড়া আর সুদীর্ঘশ্বাসময় বেদনার বেনোজল। . রাসুলুল্লাহর উসওয়া ছাড়া আমাদের মুক্তি নেই। তাঁর জীবনাদর্শই মানব-জীবনের মহা মোক্ষের পথ। বিপুল বিস্ময় ও আনন্দের বার্তা এই—তাঁর আদর্শ শীলিত, সীমিত নয়; পরিস্রুত, অনাহুত নয়; বিস্তৃত, বিস্মৃত নয়। তাঁর আদর্শ ঘিরে রেখেছে মানব-জীবনের প্রতিটি বাঁক-মোড়—আক্ষরিক অর্থেই তাঁর আদর্শের বাগডোরে প্রবিষ্ট আমাদের জীবন। . ‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন…
ড. রাগিব সারজানি
জন্ম ১৯৬৪ খ্রিষ্টাব্দে মিশরের আলগারবিয়্যা জেলার আল-মাহাল্লাতুল কুবরা শহরে। কায়রো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধ্যাপক; আরববিশ্ব যাকে চেনে বিশিষ্ট ইতিহাসগবেষক, ইসলামি চিন্তাবিদ ও লেকচারার হিসাবে।ইসলামি ইতিহাস ও গবেষণানির্ভর বিভিন্ন বিষয় তার বুদ্ধিবৃত্তিক পদচারণার মূল অঙ্গন। ইসলামি ইতিহাসকেন্দ্রিক সর্ববৃহৎ ওয়েবসাইট www.islamstory.com-এর তত্ত্বাবধায়ক। অনবদ্য লিখনীগুণে লাভ করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ।সক্রিয়ভাবে জড়িত রয়েছেন জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা-সংগঠনের সঙ্গে। লেখক-আলোচক ড. রাগিব সারজানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য—তিনি কেবল ঐতিহাসিক বিবরণ তুলে ধরেই ক্ষান্ত হন না বরং ইতিহাসের ধারাবিবরণী থেকে তুলে আনেন সুপ্ত নানা শিক্ষা ও নির্দেশনা, আগামীর পথচলার পাথেয় এবং জাতির উন্নতি ও অগ্রগতির চিরন্তন সব সূত্র । তার চিন্তা, গবেষণা, লেখালেখি, দাওয়াতি কার্যক্রম, লেকচার-বক্তৃতা ইত্যাদি কর্মতৎপরতার মূল লক্ষ্য— মুসলিমজাতির জাগরণের কার্যকারণসমূহ নির্ণয় ও পুনর্জাগরণের ক্ষেত্রে সেগুলোর সদ্ব্যবহার। উম্মাহর সদস্যদের হৃদয়জগতে দ্বীন পুনঃপ্রতিষ্ঠার আশা ও প্রত্যাশা তৈরি করা। তাদেরকে চিন্তা ও চেতনা, জ্ঞান ও কর্মে অগ্রবর্তী হতে পথনির্দেশ করা। ইসলামি ইতিহাসের সঠিক ও প্রকৃত রূপ উন্মোচন করা । সভ্যতার বিনির্মাণে ইসলাম ও মুসলিম উম্মাহর অবদান সুস্পষ্ট করা । তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ-শতাধিক, যার বেশ কয়েকটি অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইন্দোনেশীয়, রুশ ও তুর্কি ভাষায়।
View all books by this author →ড. রাগিব সারজানি
জন্ম ১৯৬৪ খ্রিষ্টাব্দে মিশরের আলগারবিয়্যা জেলার আল-মাহাল্লাতুল কুবরা শহরে। কায়রো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধ্যাপক; আরববিশ্ব যাকে চেনে বিশিষ্ট ইতিহাসগবেষক, ইসলামি চিন্তাবিদ ও লেকচারার হিসাবে।ইসলামি ইতিহাস ও গবেষণানির্ভর বিভিন্ন বিষয় তার বুদ্ধিবৃত্তিক পদচারণার মূল অঙ্গন। ইসলামি ইতিহাসকেন্দ্রিক সর্ববৃহৎ ওয়েবসাইট www.islamstory.com-এর তত্ত্বাবধায়ক। অনবদ্য লিখনীগুণে লাভ করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ।সক্রিয়ভাবে জড়িত রয়েছেন জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা-সংগঠনের সঙ্গে। লেখক-আলোচক ড. রাগিব সারজানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য—তিনি কেবল ঐতিহাসিক বিবরণ তুলে ধরেই ক্ষান্ত হন না বরং ইতিহাসের ধারাবিবরণী থেকে তুলে আনেন সুপ্ত নানা শিক্ষা ও নির্দেশনা, আগামীর পথচলার পাথেয় এবং জাতির উন্নতি ও অগ্রগতির চিরন্তন সব সূত্র । তার চিন্তা, গবেষণা, লেখালেখি, দাওয়াতি কার্যক্রম, লেকচার-বক্তৃতা ইত্যাদি কর্মতৎপরতার মূল লক্ষ্য— মুসলিমজাতির জাগরণের কার্যকারণসমূহ নির্ণয় ও পুনর্জাগরণের ক্ষেত্রে সেগুলোর সদ্ব্যবহার। উম্মাহর সদস্যদের হৃদয়জগতে দ্বীন পুনঃপ্রতিষ্ঠার আশা ও প্রত্যাশা তৈরি করা। তাদেরকে চিন্তা ও চেতনা, জ্ঞান ও কর্মে অগ্রবর্তী হতে পথনির্দেশ করা। ইসলামি ইতিহাসের সঠিক ও প্রকৃত রূপ উন্মোচন করা । সভ্যতার বিনির্মাণে ইসলাম ও মুসলিম উম্মাহর অবদান সুস্পষ্ট করা । তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ-শতাধিক, যার বেশ কয়েকটি অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইন্দোনেশীয়, রুশ ও তুর্কি ভাষায়।
View all books →উসওয়াতুল লিল আলামিন’—‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ আরবিতে ‘আলম’ মানে শুধু পৃথিবী বা আমাদের চেনাজানা অষ্ট-রকম জগৎ নয়; এর অর্থ, আমরা যা ভাবতে পারি বা বোধে কুলোতে পারি, তারও হাজার-সীমানা-ছাড়ানো সর্বব্যাপ্তময় এক জগৎ। এ আলম শব্দটির বহুবচন ‘আলামিন’। . ‘উসওয়া’ মানে আদর্শ—উসওয়া মানে জীবনদর্শন, উসওয়া মানে জীবনের ধারা। ‘উসওয়াতুল লিল আলামিন’মানে সমূহ জগতের আদর্শ। আমাদের নবি ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, আমরা যাদের আমাদের ভাবি না, তিনি তাদেরও নবি, তাদেরও উসওয়া। ইসলাম তাঁর আনীত ধর্ম; যে মানুষ ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সে কাফিরেরও নবি তিনি। তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম—সারাটা জীবনময়—কতটা তাদের তিনি! জীবনের ভোর থেকে জীবনের ঘোর—সবখানে ছড়িয়ে আছে তাঁর আদর্শের বাতাস। এ বাতাসে নিশ্বাস না নিলে আমরা মরে যাব; জীবনে সব পাব, শুধু জীবন খুঁজে পাব না। জীবন্মৃত সে জীবন, জীবন নয়—ভুল ছকে বাঁধা এক করুণতম আয়ু। সে আয়ুতে হাজার মিছের ছল, প্ররোচনার প্রাকারপিষ্ট পীড়া আর সুদীর্ঘশ্বাসময় বেদনার বেনোজল। . রাসুলুল্লাহর উসওয়া ছাড়া আমাদের মুক্তি নেই। তাঁর জীবনাদর্শই মানব-জীবনের মহা মোক্ষের পথ। বিপুল বিস্ময় ও আনন্দের বার্তা এই—তাঁর আদর্শ শীলিত, সীমিত নয়; পরিস্রুত, অনাহুত নয়; বিস্তৃত, বিস্মৃত নয়। তাঁর আদর্শ ঘিরে রেখেছে মানব-জীবনের প্রতিটি বাঁক-মোড়—আক্ষরিক অর্থেই তাঁর আদর্শের বাগডোরে প্রবিষ্ট আমাদের জীবন। . ‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন…



![শামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন] (দুই খণ্ড) (হার্ডকভার)](https://cdn.muslimdome.com/8a082006-1e22-4a2d-acfc-c273f90de508.jpg)





