
নবীজি (সা.) কেমন ছিলেন (হার্ডকভার)
Related Products
‘নবীজি সা. কেমন ছিলেন’ সিরাতে শামায়েল বিষয়ক একটি অনবদ্য রচনা। বইটি মূলত মৌলিক কোনো রচনা নয়, বরং শামায়েলে তিরমিজির অনুবাদ। লেখক সু-সাহিত্যিক হওয়ায় পাঠকের মননশীলতার উপযোগী করে এটিকে তিনি এমনভাবে সাজিয়েছেন, তাই পাঠকালে বিষয়বস্তু ও সাহিত্যরসের আমেজে মৌলিক না অনুবাদ, পার্থক্য করা মুশকিল হয়ে দাঁড়ায়। শামায়েল অর্থ : রূপ-সৌন্দর্য, চরিতামৃত, আকৃতি-প্রকৃতি। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল সম্পর্কিত যত মত ও বর্ণনা পাওয়া যায়, এসবের বিশুদ্ধতম চয়ন ইমাম তিরমিজির এই কিতাব । বইটির সাথে লেখকের পরিচয় বলতে গিয়ে তিনি বলেন—’১৯৮৩ সালে কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়ায় যখন দাওরায়ে হাদিস পড়ি, আমার শ্রদ্ধেয় আব্বা তখন এই কিতাবের ক্লাস নিতেন। কঠিন আরবি শব্দ ও পরিভাষার ব্যাখ্যা, মর্ম ও তত্ত্ব বিশ্লেষণ করে আব্বা যখন তুলনামূলক জটিল অথচ সংবেদনশীল, প্রিয় অনুভূতিঋদ্ধ এ অধ্যায়টি পড়াতেন, তখন আমার কিশোরমনে যুগপৎ আনন্দ ও বেদনার উপলব্ধি দোলা দিত। ভাবতাম, আমি তো খেটেখুটে এসব বর্ণনা বোঝার মত অবস্থায় পৌঁছে গেছি; কিন্তু যাদের পক্ষে দীর্ঘ দিন আরবি ও ইসলামি বিদ্যা শিক্ষাচর্চা সম্ভব হয় না, তাদের পক্ষে এসব প্রেমময় বর্ণনা পড়া ও উপভোগ করা কি আদৌ সম্ভব! বাংলাভাষায় অতি সহজ, সাবলীল ও প্রাঞ্জলভাবে যদি এসব বর্ণনা পরিবেশন করা যেত, তাহলে তো আগ্রহী প্রতিটি মুসলিমই এর স্বাদ গ্রহণ করতে পারতেন। বক্ষ্যমাণ ‘নবীজি সা. কেমন ছিলেন’ গ্রন্থটি শামায়েল বিষয়ক বইগুলোর মধ্যে শ্রেষ্ঠতম। এখানে অতি ধীরলয়ে বিনির্মিত হয়েছে প্রিয়তম রাসুলের আকৃতি-প্রকৃতি, রূপ-সৌন্দর্য আর চরিত্রমাধুরীর এক স্বপ্নিল অবকাঠামো। পিতার কাছে কৈশোর-জীবনের প্রথম শামায়েলের পাঠ নিয়ে লেখক রাসুলের সৌন্দর্যে যে বিস্ময় ও ভালোবাসায় আকুল হয়েছিলেন, তারই মর্মময় বিরহ বুকে একদিন বিস্তৃত পড়াশোনা শেষে লিখতে বসেছেন প্রিয়তম রাসুল সা.-কে নিয়ে। বিশুদ্ধ হাদিসের আঙ্গিকে থরেবিথরে সাজিয়েছেন রাসুলের দেহসৌষ্ঠব, অঙ্গাকৃতি এবং ইনসাফ ও বিনয়ের যাপন। বাংলাভাষার পালকে সিরাতে শামায়েল বিষয়ে এ এক চমৎকার সংযোজন। এ বই আপনাকে রাসুল সা.-এর ব্যক্তিজীবনের গভীরে নিয়ে যাবে। প্রিয়তম রাসুল সা.-কে দেখার স্বাদ কোন মুমিনের নেই! যদিও বা এ স্বপ্ন অধরা, তবুও এ বই আপনাকে একটু কাছাকাছি নিয়ে আসবে। পড়তে পড়তে আপনি কল্পনা করতে পারবেন ‘নবীজি সা. কেমন ছিলেন’। আপনার হৃদয়, দেহ-মন তখন অন্য এক অনুভূতিতে বিহ্বল হয়ে উঠতে চাইবে। রাসুল সা.-এর ব্যক্তিজীবন নিয়ে লেখা অতি মূল্যবান বইটি আপনার জীবনকে আলোকিত করুক।
‘নবীজি সা. কেমন ছিলেন’ সিরাতে শামায়েল বিষয়ক একটি অনবদ্য রচনা। বইটি মূলত মৌলিক কোনো রচনা নয়, বরং শামায়েলে তিরমিজির অনুবাদ। লেখক সু-সাহিত্যিক হওয়ায় পাঠকের মননশীলতার উপযোগী করে এটিকে তিনি এমনভাবে সাজিয়েছেন, তাই পাঠকালে বিষয়বস্তু ও সাহিত্যরসের আমেজে মৌলিক না অনুবাদ, পার্থক্য করা মুশকিল হয়ে দাঁড়ায়। শামায়েল অর্থ : রূপ-সৌন্দর্য, চরিতামৃত, আকৃতি-প্রকৃতি। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল সম্পর্কিত যত মত ও বর্ণনা পাওয়া যায়, এসবের বিশুদ্ধতম চয়ন ইমাম তিরমিজির এই কিতাব । বইটির সাথে লেখকের পরিচয় বলতে গিয়ে তিনি বলেন—’১৯৮৩ সালে কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়ায় যখন দাওরায়ে হাদিস পড়ি, আমার শ্রদ্ধেয় আব্বা তখন এই কিতাবের ক্লাস নিতেন। কঠিন আরবি শব্দ ও পরিভাষার ব্যাখ্যা, মর্ম ও তত্ত্ব বিশ্লেষণ করে আব্বা যখন তুলনামূলক জটিল অথচ সংবেদনশীল, প্রিয় অনুভূতিঋদ্ধ এ অধ্যায়টি পড়াতেন, তখন আমার কিশোরমনে যুগপৎ আনন্দ ও বেদনার উপলব্ধি দোলা দিত। ভাবতাম, আমি তো খেটেখুটে এসব বর্ণনা বোঝার মত অবস্থায় পৌঁছে গেছি; কিন্তু যাদের পক্ষে দীর্ঘ দিন আরবি ও ইসলামি বিদ্যা শিক্ষাচর্চা সম্ভব হয় না, তাদের পক্ষে এসব প্রেমময় বর্ণনা পড়া ও উপভোগ করা কি আদৌ সম্ভব! বাংলাভাষায় অতি সহজ, সাবলীল ও প্রাঞ্জলভাবে যদি এসব বর্ণনা পরিবেশন করা যেত, তাহলে তো আগ্রহী প্রতিটি মুসলিমই এর স্বাদ গ্রহণ করতে পারতেন। বক্ষ্যমাণ ‘নবীজি সা. কেমন ছিলেন’ গ্রন্থটি শামায়েল বিষয়ক বইগুলোর মধ্যে শ্রেষ্ঠতম। এখানে অতি ধীরলয়ে বিনির্মিত হয়েছে প্রিয়তম রাসুলের আকৃতি-প্রকৃতি, রূপ-সৌন্দর্য আর চরিত্রমাধুরীর এক স্বপ্নিল অবকাঠামো। পিতার কাছে কৈশোর-জীবনের প্রথম শামায়েলের পাঠ নিয়ে লেখক রাসুলের সৌন্দর্যে যে বিস্ময় ও ভালোবাসায় আকুল হয়েছিলেন, তারই মর্মময় বিরহ বুকে একদিন বিস্তৃত পড়াশোনা শেষে লিখতে বসেছেন প্রিয়তম রাসুল সা.-কে নিয়ে। বিশুদ্ধ হাদিসের আঙ্গিকে থরেবিথরে সাজিয়েছেন রাসুলের দেহসৌষ্ঠব, অঙ্গাকৃতি এবং ইনসাফ ও বিনয়ের যাপন। বাংলাভাষার পালকে সিরাতে শামায়েল বিষয়ে এ এক চমৎকার সংযোজন। এ বই আপনাকে রাসুল সা.-এর ব্যক্তিজীবনের গভীরে নিয়ে যাবে। প্রিয়তম রাসুল সা.-কে দেখার স্বাদ কোন মুমিনের নেই! যদিও বা এ স্বপ্ন অধরা, তবুও এ বই আপনাকে একটু কাছাকাছি নিয়ে আসবে। পড়তে পড়তে আপনি কল্পনা করতে পারবেন ‘নবীজি সা. কেমন ছিলেন’। আপনার হৃদয়, দেহ-মন তখন অন্য এক অনুভূতিতে বিহ্বল হয়ে উঠতে চাইবে। রাসুল সা.-এর ব্যক্তিজীবন নিয়ে লেখা অতি মূল্যবান বইটি আপনার জীবনকে আলোকিত করুক।









